হবিগঞ্জে বিএনপির ৬০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সোমবার (২১ আগস্ট) পুলিশকে হয়রানি ও বিস্ফোরক আইনে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দুটি করা হয়।

বাংলাদেশের হবিগঞ্জ জেলার শায়েস্তানগর এলাকায় পুলিশ ও বিএনপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৬০০ নেতা-কর্মীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২১ আগস্ট) পুলিশকে হয়রানি ও বিস্ফোরক আইনে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দুটি করা হয়।

দুই মামলাতেই হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জি কে গউছকে প্রধান অভিযুক্ত উল্লেখ করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমএবং এসআই ওয়াহেদ গাজী বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।