বাংলাদেশের জাতি গঠন ও স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি বাংলাদেশের জাতির পিতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, “বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ ভারত ও বাংলাদেশের মধ্যে বিশেষ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুই দেশ তাদের জনগণের জন্য উজ্জ্বল এবং আরো সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে একসঙ্গে কাজ করছে।”
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি’র (বিআইএফএস) মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ দুই ও সাংস্কৃতিক আদান-প্রদান গতি পেয়েছে বলে উল্লেখ করেন প্রণয় ভার্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।