ভারতে বসবাসকারী মুসলিম ধর্মাবলম্বীদের নিয়ে নতুন দাবি শোনা গেল প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের মুখে। তিনি বলেছেন, "ভারতীয় মুসলিমরা ধর্মান্তরের ফলাফল। আসলে কয়েক হাজার বছর আগে তারাও হিন্দুই ছিলেন। হিন্দু ধর্ম বহু প্রাচীন।" নিজের এই বক্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন তিনি।
আজাদের এহেন উক্তি নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে গুলাম নবী আজাদকে ভারতে ইসলাম ধর্মের প্রবেশ, এমনকী কাশ্মীরিদের নিয়েও কথা বলতে শোনা যায়। তিনি বলেন, “ভারতে ইসলাম ধর্ম এসেছিল প্রায় ১,৫০০ বছর আগে, যখন এদেশে প্রাচীন হিন্দুধর্ম সমাজের শিকড়ে পৌঁছে গিয়েছে। কিছু মুসলমান হয়তো বাইরে থেকে এসেছেন। অনেকে মুঘল সেনাবাহিনীতে কাজের সূত্রে এদেশে এসে পাকাপাকিভাবে বংশ পরম্পরায় থেকে গিয়েছেন। তারপরই অনেক ভারতীয় ধীরে ধীরে হিন্দু ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হয়েছে।"
কাশ্মীরিদের নিয়ে আজাদের দাবি, “৬০০ বছর আগে কাশ্মীরের জনগণ ইসলামে ধর্মান্তরিত হওয়ার আগে সেখানে থাকতেন মূলত কাশ্মীরি পণ্ডিতরা। যা দেখে আমি নিশ্চিত যে, সকলেই ঐতিহ্যশালী হিন্দুধর্ম নিয়েই জন্মগ্রহণ করেছেন। তবে হিন্দু, মুসলিম, রাজপুত, ব্রাহ্মণ, দলিত, কিংবা কাশ্মীরি বা গুজ্জর, আমরা সবাই এই জন্মভূমির অংশ। আমাদের শিকড় এই দেশে এবং পরজন্মেও আমরা এখানেই ফিরে আসব।”