বাংলাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এবারের এইচএসসি পরীক্ষায় ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছেলে ও ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন মেয়েসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

বাংলাদেশে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১৭ অগাস্ট) থেকে শুরু হয়েছে। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেন শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে এই পরীক্ণা অনুষ্ঠিত হয়।

এবারের এইচএসসি পরীক্ষায় ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন ছেলে ও ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন মেয়েসহ মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এই সংখ্যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি।

প্রতি বছরের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীরা নিজ নিজ পরীক্ষার হলে প্রবেশ করেন।

পরীক্ষার সূচি অনুযায়ী, এইচএসসির লিখিত পরীক্ষা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২ হাজার ৬৫৮টি পরীক্ষা কেন্দ্র ও ৯ হাজার ১৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, মাদরাসা বোর্ডের অধীনে ৯৮ হাজার ৩১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫২ হাজার ৭১৭ জন শিক্ষার্থী এইচএসসিতে অংশ নিচ্ছেন।