যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশে জাতীয় শোক দিবস পালন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম পেশ করে। তখন বিউগল বাজানো হয় করুণ সুর।

এর পর, ১৫ আগস্টের হত্যাকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

ধানমন্ডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে যান। যেখানে তার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং ১৫ আগস্টের অন্যান্য শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফুলের পাপড়ি বিছিয়ে দেন। উভয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।

টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। শেখ হাসিনা প্রথম সরকার প্রধান হিসেবে এবং আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন।

সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এসময় রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। এখানে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার সঙ্গে শেখ হাসিনা ফাতেহা পাঠ করেন। এসময় স্পিকার, মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান, আইজিপি ও শেখ হাসিনা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় এ সময়।

এর আগে, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে, ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর, সকাল ১১ টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর পৈতৃক নিবাস টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা।