ফিল্ম বিশেষজ্ঞদের মতে, ভারতীয় সিনেমার জন্য ২০২৩ সালটা অত্যন্ত লাভজনক হবে। সাধারণত ১৫ অগাস্ট বা পুজোর ছুটির সময়টা প্রতি বছরই সিনেমা মুক্তির ক্ষেত্রে পরিচালকের পছন্দের তালিকায় থাকে। তবে, ২০২৩ ইতিমধ্যেই সব রেকর্ড ভেঙে দিয়েছে।
শুক্রবার, ১১ অগাস্ট একই দিনে মুক্তি পেয়েছে গদর ২, ওএমজি ২, জেলার এবং বাংলায় ব্যোমকেশ ও দুর্গরহস্য। সাধারণত, একই দিনে অনেকগুলি বিগ বাজেট ছবি মুক্তি পেলেও কয়েকদিনের মধ্যেই বোঝা যায় যে কোন ছবি টিকে থাকবে এবং কোনটি পিছিয়ে পড়বে প্রতিযোগিতায়। তবে চলতি বছরে সেই হিসেব করা কঠিন হয়ে পড়ছে ফিল্ম অ্যানালিটিক্স-দের জন্য।
বক্স অফিসের হিসেব বলছে শুক্রবার থেকে রবিবারের মধ্যে সবকটি ছবি মিলিয়ে যে বিপুল পরিমাণ ব্যবসা করেছে ভারতীয় সিনেমা তা নাকি হয়নি গত ১০০ বছরে। অক্ষয়, সানি দেওল, রজনীকান্ত এবং দেব চার জন তারকাই রীতিমতো টেক্কা দিচ্ছেন একে অন্যকে, যা সার্বিকভাবে ভারতীয় সিনেমার জন্য একটি অত্যন্ত শুভ ইঙ্গিত, এমনটা মত চলচ্চিত্র সমালোচকদের।
জানা গেছে, গত তিনদিনে মোট ২ কোটিরও বেশি মানুষ হলমুখী হয়েছেন। মাত্র তিনদিনেই ব্যবসার অঙ্ক ছুঁয়েছে ৩৪০ কোটি টাকা। প্রসঙ্গত, কোভিড পরবর্তী সময়ে ভারতীয় সিনেমার বাজার অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। সেখান থেকে মানুষ আবার হলমুখী হচ্ছেন, এই দৃশ্য স্বস্তি দিচ্ছে নির্মাতাদের।