সব দল কখনো নির্বাচনে অংশ নেয় না: কমিশনার আলমগীর

বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন। (ফাইল ছবি)

বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, “সব রাজনৈতিক দল কখনোই নির্বাচনে অংশ নেয় না। কারণ, রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণের সক্ষমতা যাচাই করার বিষয় রয়েছে।”

নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোমবার (১৪ আগন্ট) তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, “আমাদের ৪৪টি রাজনৈতিক দল আছে। সবাই তো অংশগ্রহণ করবে না। অতীতেও করেনি।”

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে মো. আলমগীর বলেন, “নির্বাচন কমিশন এ বিষয়ে বিশেষ কোনো উদ্যোগ নেবে না। সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন সংবিধানের বাইরে যাবে না।”

নির্বাচন কমিশনার আলমগীর বলেন, “আমরা সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করার শপথ নিয়েছি। আমাদের কাজ এইটুকুই যে ভোটার তালিকা করবো, দলের নিবন্ধন দেবো; আর, যখন যে নির্বাচনের সময় আসবে যথাসময়ে সে নির্বাচনগুলো করবো।”