নিশ্চিন্ত থাকুন, গণতন্ত্রের জয় হবে: মির্জা ফখরুল

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৩ আগস্ট, ২০২৩।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ সরকার যতই কৌশল অবলম্বন করুক না কেন এবার অবশ্যই পরিবর্তন হবে।” রবিবার (১৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনায় তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, পরিবর্তন আসছে। পরিবর্তন আসবেই, সত্য ও সুন্দরের জয় হবে এবং গণতন্ত্রের জয় হবে ইনশাআল্লাহ।” তিনি বলেন, “আমাদের দল জনগণের শক্তি এবং গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে; যা এখন সমগ্র বিশ্বে প্রশংসিত।”

মির্জা ফখরুল বলেন, “এ কারণেই আমরা এখন এতটা আশাবাদী। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, কেন আমি সব সময় এমন হাসি মুখে থাকি। আমি হাসি কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই সরকার জনগণের উত্তাল ঢেউয়ের তোড়ে আমাদের বুক থেকে সরে যাচ্ছে।”

তিনি বলেন, “বর্তমান সরকারের পতন নিশ্চিত করতে, বাংলাদেশের মানুষ জেগে উঠতে শুরু করেছে। তারা (জনগণ) সত্যিই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায়।” ক্ষমতা হারানোর ভয়ে ক্ষমতাসীন দলের নেতারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পরস্পরবিরোধী মন্তব্য করছেন বলেও উল্লেখ করে তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “আমাদের দলের একটাই দাবি; নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিশ্বাসযোগ্য নির্বাচন।”

বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের বলেন, “গণতন্ত্র আছে বলেই উন্নয়নের মুখ দেখছে বাংলাদেশ। বিএনপি এর সুবিধা নেয়ার চেষ্টা করে। কিন্তু দেশের উন্নয়নে তারা প্রশংসা করতে পারে না।”

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার, পার্লামেন্ট বিলুপ্তি, শেখ হাসিনার পদত্যাগসহ বিএনপির কোনো দাবি মেনে নেয়া হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, মন চাইলে তারা নির্বাচনে আসবেন; তা না হলে, যা মন চায় তা করবেন।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আওয়ামী লীগ বিএনপিকে প্রতিপক্ষ ভাবে, আর বিএনপি আওয়ামী লীগকে শত্রু ভাবে। এই যাত্রা শুরু হয়েছিলো ২১ আগস্ট। ১৫ আগস্ট কিংবা একুশে আগস্ট-সহ সব হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড জিয়া পরিবারের সদস্যরা।”