সরকারের পদত্যাগের দাবির সঙ্গে সমঝোতার সুযোগ নেই: কংগ্রেসম্যানদের জানালেন আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন-এর সাথে সাক্ষাত করেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিক। ১৩ আগস্ট, ২০২৩।

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিক-কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সরকারের পদত্যাগের বিষয়ে বিএনপি যে দাবি করছে, এর সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই। সফররত কংগ্রেসম্যানদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এ কথা জানান। রবিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এ কথা বলেন।

ড. মোমেন বলেন,“একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রাজনৈতিক দলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। আর, বাংলাদেশ সরকার সহিংসতামুক্ত সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে।”

বৈঠকে উভয়পক্ষ রোহিঙ্গা সংকট এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে আলোচনা করেছেন বলে জানান আব্দুল মোমেন। তিনি বলেন, “বাংলাদেশ জানিয়েছে, তারা একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল চায়।”

কংগ্রেসম্যান ম্যাককরমিক জর্জিয়া থেকে রিপাবলিকান পার্টির প্রতিনিধিত্ব করছেন; কেস হাওয়াই থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিত্ব করছেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন। কেস ও ম্যাককরমিক সোমবার (১৪ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এড কেস ও রিচার্ড ম্যাককরমিক রবিবার (১৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। এসময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।পরে তারা জাদুঘর ঘুরে দেখেন।