রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ১০ অগাস্ট, ২০২৩।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা তাঁকে এ কথা বলেন।

এ সময় পরমেশ্বরন আইয়ার উল্লেখ করেন, বিশ্বব্যাংক ইতিমধ্যেই রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ৭০ কোটি (ইউএস) ডলার সহায়তা দিয়েছে।

পরমেশ্বরন আইয়ার বৃহস্পতিবার (১০ অগাস্ট) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ইহসানুল করিম জানান, শেখ হাসিনা বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালককে বলেছেন, তাঁর সরকার ও দল সব দিক বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করছে।

শেখ হাসিনা বলেন, “আমাদের প্রধান লক্ষ্য দারিদ্র্য বিমোচন। আমরা জনগণের একটি উন্নত জীবন নিশ্চিত করতে চাই”।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বেসরকারি খাতের জন্য সবকিছু উন্মুক্ত করেছে এবং বেসরকারি খাতে সহায়তা দিচ্ছে।

শেখ হাসিনা জলবায়ু সমস্যা নিয়েও বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকের সঙ্গে কথা বলেন। তিনি তাঁকে বলেন, কার্বন নিঃসরণকারী দেশ না হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ভোগ করতে হচ্ছে বাংলাদেশকে।

শেখ হাসিনা আরও বলেন, বিশ্বব্যাংক পরিবেশ রক্ষা এবং ঢাকা শহরের চারপাশের নদীগুলোর নাব্যতা নিশ্চিত করার জন্য একটি সামষ্টিক বিনিয়োগ কর্মসূচির আওতায় শহরটিকে আরও বাসযোগ্য করে তোলার বিষয়ে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে।

পরমেশ্বরন আইয়ার প্রধানমন্ত্রীকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের শুভেচ্ছা জানান। উন্নয়ন যাত্রার পরবর্তী ধাপে বিশ্বব্যাংক বাংলাদেশকে অবকাঠামো উন্নয়নে সহায়তা করার আশ্বাস দেন তিনি।

পরমেশ্বরন আইয়ার বলেন, বাংলাদেশের বেসরকারি খাতে উন্নতি লাভ করছে। তিনি প্রধানমন্ত্রীকে জানান ডেলটা প্ল্যান-২১০০ বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করবে বিশ্বব্যাংক।

বৈঠকে বিশ্বব্যাংকের অল্টারনেটিভ এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ কায়কাউস, ইআরডি সেক্রেটারি শরিফা খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।