ভারতের কেন্দ্র সরকার ঘোষণা করল দু'বছরের মাতৃত্বকালীন ছুটি, একই সুবিধা একক বাবাদেরও

ভারতের কেন্দ্র সরকার ঘোষণা করল দু'বছরের মাতৃত্বকালীন ছুটি, একই সুবিধা একক বাবাদেরও।

বড় ঘোষণা এল ভারতের কেন্দ্র সরকারের পক্ষ থেকে। বাড়ছে মাতৃত্বকালীন ছুটি। এবার থেকে একবারে ৭৩০ দিন অর্থাৎ দু'বছরের মাতৃত্বকালীন ছুটি পেতে চলেছেন প্রসূতি মায়েরা। বুধবার ৯ অগাস্ট লোকসভায় জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। শুধু মহিলাদের মাতৃত্বকালীন ছুটি বাড়ছে তা নয়, পুরুষরাও পাবেন ৭৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি। তবে সব পুরুষরা নন, কেবলমাত্র সিঙ্গল ফাদার-রা এই সুবিধা পাবেন।

সন্তান দেখভালের জন্য কেন্দ্রীয় সরকারের অফিসার পদাধিকারীরা এবার সর্বাধিক ৭৩০ দিন ‘চাইল্ড কেয়ার লিভ’ পাবেন। কেবল মহিলা নয়, পুরুষ কর্মীরাও সন্তান দেখভালের জন্য এই বিশেষ ছুটি পাবেন। বুধবার লোকসভায় বিজ্ঞপ্তি জারি করে এমনই জানাল কেন্দ্র। তবে সমস্ত পুরুষ কর্মীদের জন্য এই ছুটি প্রযোজ্য নয়। কেবল সিঙ্গল ফাদার-রাই এই ছুটি পাবেন বলে জানা গেছে।

সন্তান জন্মের পর শুধু মায়েদের দায়িত্ব নয়, বাবাদেরও সমান দায়িত্ব রয়েছে নবজাতক পালনে৷ তাই মাতৃত্বকালীন ছুটির মতো পিতৃত্বকালীন ছুটির বিষয় নিয়ে চর্চা হয়েছে বহুবার৷ মায়েদের উপর অভিভাবকত্বের বোঝা কমাতে পিতৃত্বকালীন ছুটি বাড়ানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। এবার সেই মতোই পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, “কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস নিয়ম, ১৯৭২-এর ৪৩-সি ধারার অধীনে কেন্দ্রীয় সরকারের অফিসার পদাধিকারী মহিলা কর্মী ও সিঙ্গল পুরুষ অভিভাবকেরা সর্বাধিক ৭৩০ দিন ‘চাইল্ড কেয়ার লিভ’ পাবেন।"

তিনি জানিয়েছেন, "সন্তানের অসুস্থতা, পড়াশোনা-সহ সন্তানকে দেখভালের যে কোনও প্রয়োজনে এই ছুটি পাবেন তারা। পুরো চাকরিজীবনের মধ্যে যে কোনও সময়ে এই ছুটি নেওয়া যাবে। এমনকী এক বছরের মধ্যেও ৬টি ধাপে এই ছুটি নেওয়া যেতে পারে।” তবে ৭৩০ দিনের চাইল্ড কেয়ার লিভ কেবল সন্তানের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত পাবেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ মহিলা কর্মী ও সিঙ্গল ফাদার-রা।