৮ অগাস্ট সারা ভারতে পালন হয় ব্রিটিশ শাসিত ভারতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে হওয়া ভারত ছাড়ো আন্দোলন দিবস। সেই আন্দোলনের বর্ষপূর্তিতে ভারতের মুম্বইয়ে পুলিশ জাতির জনক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে আটক করল। বুধবার ৯ অগাস্ট সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর পুলিশ তাকে আটক করে সান্তাক্রুজ থানায় নিয়ে যায়। তুষারের দাবি পুলিশ তাকে আটকের কারণ জানায়নি। পুলিশও এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানায়নি।
তুষারের সঙ্গে তার সহযোগী এবং অনুগামীদেরও পুলিশ আটক করে। সমর্থকদের দাবি, মুম্বইয়ের অগাস্ট ক্রান্ত ময়দানের সভায় যোগ দিতে যাচ্ছিলেন তারা। পুলিশ সেটা চায় না।
তুষার একজন নামী লেখক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। সরাসরি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তিনি। তবে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় মহারাষ্ট্রে দীর্ঘপথ তিনি কংগ্রেস নেতার সঙ্গে হাঁটেন।
আটক নিয়ে ৬৩ বছর বয়সি তুষার ট্যুইটে বলেছেন, অগাস্ট ক্রান্তি ময়দানে তারা শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছেন। কিন্তু সরকার সেই সমাবেশকে ভয় পাচ্ছে।