শুক্রবার রাজধানী ঢাকায় গণমিছিল করার ঘোষণা বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন করতে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার (১১ অগাস্ট) রাজধানী ঢাকায় গণমিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৯ অগাস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর ইউনিট তাদের এক দফা দাবি আদায়ে চাপ সৃষ্টি করতে জুমার নামাজের পর পৃথক মিছিল বের করবে।

মির্জা ফখরুল আরও বলেন, অন্য বিরোধী দল যারা যুগপৎ আন্দোলন করে আসছে তারাও নিজ নিজ অবস্থান থেকে অনুরূপ কর্মসূচি পালন করবে।

এদিকে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দেবে না বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। মিছিলে বাধা দিলে কোনো অপ্রীতিকর ঘটনার জন্য সরকার দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি।