বিএনপির ছাত্র সংগঠনের সভাপতির পদ থেকে কাজী রওনকুল ইসলামকে অপসারণ

রাশেদ ইকবাল খান

বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সরিয়ে রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি করেছে দলটি।

মঙ্গলবার (৮ অগাস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশেদ ইকবাল খান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

দলের একজন সিনিয়র নেতা ইউএনবিকে জানান, ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ভূমিকায় বিএনপির শীর্ষ নেতৃত্ব সন্তুষ্ট নয়। দলের সর্বোচ্চ নীতিনির্ধারকরা মনে করছেন, ২৯ জুলাই তাঁকে দেওয়া দায়িত্ব তিনি পালন করতে পারেননি। এ জন্যই তাঁকে পদ থেকে অপসারণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি, রাশেদ ইকবাল খানকে সিনিয়র সহসভাপতি ও সাইফ মোহাম্মদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে বিএনপি।