ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, পরিবর্তন হচ্ছে: আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক। (ফাইল ছবি)

আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়,পরিবর্তন হচ্ছে।”

আনিসুল হক বলেন, “আগের আইনে জেল-জরিমানা ছিলো।এই আইনে শুধু জরিমানা থাকবে।” তিনি আরো বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তিত হয়ে সাইবার নিরাপত্তা আইন হয়েছে। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে যেসব ধারা ছিলো, সেই ধারা রেখে তা করা হয়েছে।”

বাংলাদেশের আইনমন্ত্রী জানান, “ নতুন আইনে বহু ধারা সংশোধন হয়েছে। আজ (৭ আগস্ট) এর নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়,পরিবর্তন হচ্ছে।”

আইনটিতে কি ধরনের সংশোধন আনা হচ্ছে; এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “এর জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আমি এটুকু বলতে পারি; ডিজিটাল নিরাপত্তা আইনের যে সংশোধন হচ্ছে তাতে আপনারা সবাই খুশি হবেন।”