বাংলাদেশের জ্বালানি খাতের জন্য আগামী ২ বছর ঝুঁকিপূর্ণ: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, “আগামী দুই বছর দেশের জ্বালানি খাতের জন্য ঝুঁকিপূর্ণ হবে।” শনিবার (৫ আগস্ট) রাজধানী ঢাকায় এক সেমিনারে তিনি এ কথা বলেন।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “আগামী দুই বছরের মধ্যে সব পরিকল্পনা বাস্তবায়ন করতে আমাদের প্রাণপণ চেষ্টা করতে এবং এ কাজে অনেক চ্যালেঞ্জ থাকবে। আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ গ্যাস সংকট থেকে বেরিয়ে আসবে।”

নসরুল হামিদ জানান, “আমরা ভোলা থেকে অব্যবহৃত গ্যাস ঢাকায় নিয়ে আসবো এবং ভূগর্ভস্থ গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করবো। পাইপলাইন প্রকল্প বাস্তবায়নে প্রায় ১২ হাজার কোটি টাকা লাগবে।” বিদ্যুৎ খাত সম্পর্কে তিনি বলেন, “সরকারের লক্ষ্য হলো নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।”

সেমিনারে বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরুল ইমাম বলেন, “দেশের দুই-তৃতীয়াংশ এলাকা এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। অথচ দেশে ব্যাপক গ্যাস সংকট চলছে। বর্তমান গ্যাস সংকট মোকাবেলার সর্বোত্তম উপায় হচ্ছে স্থানীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো। দুর্ভাগ্যক্রমে অনুসন্ধান কাজ যথাযথ গুরুত্ব পাচ্ছে না।”