ভারতের এক রাজ্যে কালে-দিনে ভালবাসার বিয়েতেও বাধ্যতামূলক হতে পারে মা-বাবার অনুমতি।
প্রেমের বিয়েতে পিতামাতার সম্মতি বাধ্যতামূলক করার দাবি জানিয়েছিলেন, কিছু দিন আগে ভারতের গুজরাতের পাতিদার সম্প্রদায়ের একাংশ। তা নিয়ে তর্ক-বিতর্ক তুঙ্গে উঠেছিল। গত রবিবার ৩০ জুলাই পাতিদার সম্প্রদায়েরই আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ বিষয়ে সহমত পোষণ করেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি জানিয়েছেন, প্রেম-ভালবাসার বিয়েতেও বাবা-মায়ের অনুমতি নেওয়াটা জরুরি। এই ব্যাপারে সরকার সংবিধান মেনে প্রেমের বিয়েতে পরিবারের সম্মতি সংক্রান্ত একটি আইন প্রণয়ন করবে বলেও আশ্বাসও দেন তিনি।
উল্লেখ্য, কয়েকদিন আগে সংসদের চলতি অধিবেশনে রাজ্যসভায় লিভ-ইন সম্পর্কের বিরুদ্ধে সওয়াল করেছিলেন বিজেপি সাংসদ অজয় প্রতাপ সিং। এবার ভালবাসার বিয়ে নিয়ে নিজের মত ব্যক্ত করলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তার মতে, "প্রেমে পড়ে ভালবাসার মানুষের সঙ্গে সংসার পাততে চাইলেই হবে না। বাবা-মায়ের অনুমতি নেওয়াটাও জরুরি।" মুখ্যমন্ত্রীর বক্তব্য, "সেক্ষেত্রে বাবা-মায়ের সই করা অনুমতিপত্রও লাগবে, তা না হলে সেই বিয়েকে বৈধ বলা যাবে না।"
সম্প্রতি, গুজরাত বিধানসভায় বিয়ে সংক্রান্ত একটি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক ফতে সিং চৌহান। সেখানেই প্রেমের বিয়ের ক্ষেত্রে আইন বদলের দাবি জানিয়েছিলেন তিনি। বিধায়কের বক্তব্য ছিল, প্রেম করে বিয়ে করার ক্ষেত্রে অপরাধ প্রবণতা বাড়ছে। মহিলাদের প্রেমের ফাঁদে ফেলতে নানা রকমের প্রলোভন দেওয়া হচ্ছে। সেই প্রলোভনে জড়িয়ে অনেক অপরাধমূলক কাজকর্মও হচ্ছে। প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিপদে পড়ার উদাহরণও অজস্র। এমনকী এই ধরনের বিয়েতে বাড়ির অমত থাকলে মেয়েদের অপহরণ মতো ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি। আবার লুকিয়ে বিয়ের ক্ষেত্রে পারিবারিক হিংসার শিকার হন অনেক মহিলা। এই অপরাধের হাত থেকে মহিলাদের বাঁচাতেই ‘লাভ ম্যারেজ’ আইন বদলের প্রস্তাব দেন তিনি। তবে তিনি যে প্রেমের বিরুদ্ধে নন, তাও স্পষ্ট করে দিয়েছিলেন এই বিজেপি নেতা।
প্রেমের বিয়ের ক্ষেত্রে বিধায়কের বক্তব্যকেই সমর্থন করে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, "প্রেমের বিয়ের ক্ষেত্রে মা-বাবার সম্মতি সংক্রান্ত আইন রাজ্য সরকার প্রণয়ন করবে।" তার মতে, প্রেমের বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ে বাবা-মায়ের মতামতকে অবহেলা করে। ভারতীয় সমাজব্যবস্থায় এই ধরনের আচরণ কখনওই গ্রহণযোগ্য নয়।