বাংলাদেশের জনগণ কীভাবে নির্বাচন করতে চায় তার ভিত্তিতে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অরিন্দম বাগচী।
বৃহস্পতিবার (৩ অগাস্ট) নয়া দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অরিন্দম বাগচী বলেন, “পুরো বিশ্ব এতে মন্তব্য করতে পারে, কিন্তু ভারত ভারতের মতোই। বাংলাদেশের সঙ্গে আমাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে”।
এই বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এই প্রথম ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করল।
অরিন্দম বাগচী বলেন, বাংলাদেশে যা ঘটে সেটি তাদের প্রভাবিত করে। তিনি বলেন, “দেখুন, আমি মনে করি সেখানে অনেক ধরনের কার্যক্রম চলছে। লোকজন সম্ভবত সেগুলোর সম্পর্কে মন্তব্যও করছে”।
ঢাকায় তাদের একটি হাইকমিশন রয়েছে উল্লেখ করে অরিন্দম বাগচী আরও বলেন, অবশ্যই, ভারত ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
অরিন্দম বাগচী বলেছেন, “আমরা আশা করি সেখানে শান্তিপূর্ণ নির্বাচন হবে। কোনো সহিংসতা হবে না। নির্বাচন পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে”।
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে অরিন্দম বাগচী বলেন, এ বিষয়ে আমার অবশ্যই কোনো মন্তব্য নেই।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে মন্তব্য করে আসছে এবং বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে।
এদিকে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।