নির্বাচন কমিশনে অডিট রিপোর্ট জমা দিয়েছে আওয়ামী লীগ

নির্বাচন কমিশনে অডিট রিপোর্ট জমা দিয়েছে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশনে ২০২২ সালের নীরিক্ষা করা আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের তুলনায় গত বছর দলটির আয় কমেছে। সোমবার (৩১ জুলাই) ক্ষমতাসীন দলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে আওয়ামী লীগের মোট আয় ছিলো ১০ কোটি ৭২ লাখ টাকা এবং ব্যয়ের পরিমাণ ছিলো ৭ কোটি ৮৭ লাখ টাকা। ২০২১ সালে আয় ছিল ২১ কোটি ২৩ লাখ টাকা; আর, ২০২০ সালে আয় ছিলো ১০ কোটি ৩৩ লাখ টাকা।

প্রতিবেদনে আওয়ামী লীগ তাদের মোট তহবিল দেখিয়েছে ৭৩ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে ২০২২ সালের উদ্বৃত্ত ২ কোটি ৮৫ লাখ টাকা রয়েছে। আয়ের প্রধান উৎস, মনোনয়ন ফরম বিক্রি, ফি এবং দলের সদস্যদের কাছ থেকে অনুদান। ব্যয়ের প্রধান খাত, কর্মচারীদের বেতন ও বোনাস, সেমিনার আয়োজন এবং ইউটিলিটি বিল পরিশোধ।

নির্বাচন কমিশন সম্প্রতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠিয়ে তাদের বার্ষিক অডিট রিপোর্ট জমা দিতে বলেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, রাজনৈতিক দলের জন্য আগের বছরের অডিট রিপোর্ট ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, যদি কোনো দল পরপর তিন বছর তাদের বার্ষিক আয়-ব্যয় হিসাব জমা না দেয়, তবে নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিল করতে পারে।