ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ-এ ১০ বছর পর নতুন করে মুক্তি পেল দৌড়বিদ মিলখা সিং-এর বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ'

ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ-এ ১০ বছর পর নতুন করে মুক্তি পেল দৌড়বিদ মিলখা সিং-এর বায়োপিক ‘ভাগ মিলখা ভাগ'

ভারতের দৌড়বিদ মিলখা সিং-এর বায়োপিক 'ভাগ মিলখা ভাগ' সিনেমাটি ১০ বছর পূর্ণ করল। মূল চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আখতার। ১০ বছর উপলক্ষে সম্প্রতি এই সিনেমার একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানে ফারহান আখতার সহ ছবির বহু কলাকুশলী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বিশেষ শ্রদ্ধা জানানো হয় মিলখা সিংকে যার জীবনী অবলম্বনে নির্মিত হয়েছিল এই ছবি।
সেই অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে একটি বড় ঘোষণা করলেন অভিনেতা ফারহান আখতার। জানা যায় 'ভাগ মিলখা ভাগ'-এর ১০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানে গোটা সিনেমাটিই দেখানো হয় সাইন ল্যাঙ্গুয়েজে। প্রসঙ্গত, এই স্পেশাল স্ক্রিনিংয়ের দর্শক ছিলেন ৩০ জন বধির ব্যক্তি।
ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ অর্গানাইজেশন, ভারতী মিডিয়ার যৌথ উদ্যোগে দীর্ঘ কয়েক মাস ধরে তৈরি করা হয়েছে ‘ভাগ মিলখা ভাগ’-এর এই বিশেষ সাইন ল্যাঙ্গুয়েজ ভার্শনটি। প্রসঙ্গত, এই উদ্যোগের জন্য নির্মাতাদের ধন্যবাদ জানিয়ে ফারহান জানিয়েছেন বিশেষ এই ভার্সনটি মুক্তি পেয়েছে সারা দেশের ৩০টি প্রেক্ষাগৃহে।

প্রসঙ্গত, ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমাটি ফারহানের কেরিয়ারের অন্যতম একটি উল্লেখযোগ্য ছবি। এই ছবিতে মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করে দর্শক এবং সমালোচক উভয়েরই প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা। সেই সময়ে এই ছবির প্রচারেও মিলখা সিং হয়ে উঠতে ফারহানের অক্লান্ত পরিশ্রম এবং লুকের বদল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।