খেলা হবে এক দফার বিরুদ্ধে: সমাবেশে ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। (ফাইল ছবি)

বিএনপির এক দফা আন্দোলন, অবরোধ ও তারেক রহমানের সমালোচনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “খেলা হবে তারেক রহমানের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, এক দফার বিরুদ্ধে।”

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানী ঢাকার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, “তারেক রহমান পুলিশকে ধমক দিচ্ছেন। প্রশাসনকে ধমক দিচ্ছেন। তারেক রহমান ফখরুলকে বলছেন, আন্দোলনের টাকার অভাব হবে না।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “লবিস্ট নিয়োগ করে টাকা দিয়ে কিছু মানুষকে দিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে চিঠি লেখে। এই দুঃসাহস তারা পেল কোথায়? হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে।”

ওবায়দুল কাদের বলেন, “এখন নাকি আপনারা (বিএনপি) রাস্তা বন্ধ করবেন। ঢাকার প্রবেশ মুখে অবস্থান নেবেন। আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেব। চোখ রাঙাবেন না। আমাদের শিকড় এ মাটির অনেক গভীরে। চোখ রাঙিয়ে আমাদের উৎখাত করা যাবে না, যায় না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিশ্বস্ত প্রতিনিধি।”

তিনি বলেন, “বিএনপির নেতারা ধমক দিচ্ছে, চোখ রাঙাচ্ছে। এই চোখ রাঙানির দিন শেষ হয়ে গেছে। রাজনীতির খেলায়, আন্দোলনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারেনি। রাজনীতির খেলায় আওয়ামী লীগ চ্যাম্পিয়ন। তাহলে থাকে নির্বাচন। নির্বাচনে তো আপনারা আসবেন না “

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “তারেক রহমান, ফখরুল, আমির খসরুরা আইন মানেন না। এদের কথাবর্তা শুনলে মনে হয় এরা আইন মানে না, সুপ্রিম কোর্ট মানে না। কথায় কথায় তারেক রহমান সুপ্রিম কোর্টকে ধমক দিয়ে কথা বলেন। তার সারা জীবনের দণ্ড হয়েছে। এত অহংকার, এত দম্ভ ভালো নয়। টাকার বাহাদুরি থাকবে না।”

এদিকে, সমাবেশে যৌথভাবে ৫ দফা ঘোষণা করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ যৌথ ঘোষণা পাঠ করেন।

ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি

এদিকে, এক দফা দাবি আদায়ের লক্ষ্যে, শনিবার (২৯ জুলাই) বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনের মহাসমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করা হবে।” এর আগে, নির্দলীয় সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মহাসমাবেশ শুরু হয়।

বিএনপির নেতা-কর্মীদের অনেকে অভিযোগ করেন, রাজধানীর প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশির সম্মুখীন হয়েছেন তারা।