মণিপুরে আদিবাসী মহিলাদের বিবস্ত্র হাঁটানো ও গণধর্ষণের ঘটনার তদন্তে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

মণিপুরে আদিবাসী মহিলাদের বিবস্ত্র হাঁটানো ও গণধর্ষণের ঘটনার তদন্তে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

ভারতের উত্তর-পূর্বের জনজাতি দাঙ্গায় অগ্নিগর্ভ মণিপুরে দুই আদিবাসী মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো ও গণধর্ষণের অভিযোগে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। এবার এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পাশাপাশি, যে মোবাইলে ভিডিও রেকর্ড করা হয়েছিল, তা বাজেয়াপ্ত করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

গত ৪ মে মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। এমনকী তাঁদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। সেইসঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তারও অভিযোগ করে আদিবাসী সংগঠন।

সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ছোট্ট ভিডিও প্রকাশ পেতেই শোরগোল পড়ে হয় যায় গোটা দেশে। বিরোধীরা এই নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে। এমনকী সংসদে চলতি অধিবেশনেও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা।

বিরোধীরা বারবার এই বিষয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন। সংসদে বাদল অধিবেশন শুরুর দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মণিপুর ইস্যুতে প্রথম মুখ খোলেন মোদী। মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় দুঃখপ্রকাশ করেন তিনি। মোদী বলেন, এমন ঘটনা যেকোনও সমাজের পক্ষেই লজ্জাজনক।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মণিপুরে ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল। আরও জানা গেছে, এই ঘটনার বিচারপ্রক্রিয়া চলবে মণিপুরের বাইরে। সংবাদ সূত্রে জানা যাচ্ছে, অসমের আদালতে হবে এই তদন্তের বিচার কাজ। উল্লেখ্য, মণিপুরের জাতিদাঙ্গা নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্ত চলছে।