আগারগাঁওয়ে নয়, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুক্রবার সমাবেশ করবে আওয়ামী লীগের ৩ সহযোগী সংগঠন

আগারগাঁওয়ে নয়, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শুক্রবার সমাবেশ করবে আওয়ামী লীগের ৩ সহযোগী সংগঠন

ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শুক্রবারের (২৮ জুলাই) শান্তি সমাবেশ আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে তিনি সাংবাদিকদের বলেন, “বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির নির্ধারিত কর্মসূচি থাকায় পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে সমাবেশ করা যাচ্ছে না”।

এর আগে বুধবার (২৬ জুলাই) আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠন ঘোষণা দিয়েছিল, তাদের যুব সমাবেশ শুক্রবার আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে।

বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়ার পর আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসে।