আমাজন-এ বার্ষিক ১.২৫ কোটির চাকরি পেলেন ভারতীয় তরুণ ইঞ্জিনিয়ার

ভারতীয় তরুণ ইঞ্জিনিয়ার অনুরাগ মাকাদে। (ফাইল ছবি)

ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি, আইআইএম, এনআইটি থেকে পড়ুয়ারা প্রতি বছরেই বিদেশের শীর্ষ স্থানীয় সংস্থা, যেমন মাইক্রোসফট, আমাজন-এর মতো সংখ্যায় প্লেসমেন্ট পান।
তবে তাঁদের অনেককেই ছাপিয়ে গেছেন অনুরাগ মাকাদে। এলাহাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি বা আইআইআই টি-র বি.টেক-এর ছাত্র অনুরাগ আমাজন-এ বার্ষিক ১.২৫ কোটি টাকার চাকরি পেয়েছেন কোনও আইআইটি, আইআইএম, এনআইটি-র ডিগ্রি ছাড়াই।

লিংকডিন-এ নিজের অভাবনীয় সাফল্যের কথা ঘোষণা করে অনুরাগ লিখেছেন, একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসাবে আমাজন-এ যোগদান করেছেন তিনি।

নাসিকের বাসিন্দা অনুরাগ ভারতের কর্ণাটকে বেঙ্গালুরুতে কিওর-ফিট-এ একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন এবং গুরুগ্রামে আমেরিকান এক্সপ্রেস-এর একজন বিশ্লেষক ইন্টার্ন হিসাবে কাজ করেছেন আগে। তারপর ২০২২ সালের সেপ্টেম্বরে অনুরাগ আয়ারল্যান্ডের ডাবলিন-এ আমাজন-এ একজন পূর্ণ-সময়ের ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে নতুন জীবন শুরু করেন।

তবে এত বড় প্যাকেজ এখান থেকে এই প্রথম নয়, আগেও এমন নানা নজির রেখেছে আইআইআইটি, এলাহাবাদ থেকে। কোটি টাকার ওপরে প্যাকেজ পেয়েছেন অন্য পড়ুয়ারাও। ২০২২ সালেরই মে মাসে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম প্রকাশ গুপ্তা গুগল থেকে থেকে ১.৪ কোটি টাকার প্যাকেজের প্রস্তাব পেয়েছিলেন। এরপর পলক মিত্তলও ১ কোটি টাকার বেশি প্যাকেজ পেয়েছেন অ্যামাজন থেকে। তারপরে অখিল সিং রুব্রিকে ১.২ কোটি টাকার প্যাকেজের প্রস্তাব পেয়েছিলেন। আর এবার অনুরাগ মাদাকে চলে এলেন সংবাদ শিরোনামে।