নাটোর জেলার লালপুর থেকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক অভিযুক্ত ফসিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর র্যাবকে সঙ্গে নিয়ে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা বুধবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কদিমচিলান ইউনিয়নের সরদারপাড়া পানঘাটা এলাকায় অভিযান চালিয়ে ছদ্মবেশে থাকা ফসিয়ার রহমানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ফসিয়ার রহমানের বাড়ি যশোরের বাঘারপাড়া থানার ছোট খুদরি গ্রামে।
নাটোর র্যাবের ক্যাম্পের কমান্ডার সঞ্জয় কুমার সরকার জানিয়েছেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে যশোরের বাঘাপাড়া এলাকায় খুন,অপহরণ,নির্যাতনের অভিযোগ প্রমাণ হওয়ায় চলতি বছরের ২৫ জুন রাজাকার ফসিয়ার রহমানসহ ৪ রজনকে মৃত্যুদণ্ড দেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-১। এরপর থেকে পলাতক ছিলেন ফসিয়ার রহমান।
সঞ্জয় কুমার সরকার আরও বলেন, গ্রেপ্তার অভিযুক্তকে র্যাব ৬–এর কাছে হস্তান্তর করা হয়েছে।