ফোনে হত্যার হুমকি পেয়েছেন হিরো আলম, থানায় জিডি

ফোনে হত্যার হুমকি পেয়েছেন হিরো আলম, থানায় জিডি

ফোন কলে হত্যার হুমকি পেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ জাতীয় সংদসের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের অন্যতম প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম)। সোমবার (২৪ জুলাই) রাতে তিনি হত্যা হুমকি পান।রাত সাড়ে ১১টার দিকে হিরো আলম বাদী হয়ে, ঢাকার হাতিরঝিল থানায় জিডি করেন বলে জানান উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির।

জিডি সূত্রে জানা যায়, হিরো আলমকে হত্যার হুমকি দিয়ে একটি অজ্ঞাত নম্বর থেকে তিনটি ফোন কল আসে। সোমবার রাত ৯টা ৪৩ মিনিটে তিনি প্রথম ফোন কল পান। জিডিতে উল্লেখ করা হয়েছে যে ফোনে এক ব্যক্তি তাকে (হিরো আলমকে) শিক্ষা দেবে এবং সাত দিনের মধ্যে তার মরদেহ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে হুমকি দেয়।

গত ১৭ জুলাই রাজধানীর বনানী-তে একটি ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় শারীরিকভাবে লাঞ্ছিত হন জাতীয় ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এ ঘটনায় হিরো আলমের একান্ত সহকারী বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা দায়ের করেন। হিরো আলমের দায়ের করা মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।