দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত কমিশনার আছিয়া খাতুন। ২৩ জুলাই, ২০২৩।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত কমিশনার আছিয়া খাতুন। রবিবার (২৩ জুলাই) দুপুরে বঙ্গভবনে তিনি এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, এ সময় রাষ্ট্রপতি বলেছেন, “দেশ ও জাতির স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

দুর্নীতি উন্নয়নের বড় বাধা উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আরো বলেন, “উন্নয়নকে ত্বরান্বিত করতে হলে সমাজের সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।” নতুন প্রজন্মের মধ্যে পারিবারিকভাবে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, দেশব্যাপী দুর্নীতি দমনে, কমিশনের পাশাপাশি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।