ভারতের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সম্প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিচারকদের বিশেষ সুযোগ সুবিধা সম্পর্কে। বিচারকরা পদমর্যাদার খাতিরে ট্রেন যাত্রা সহ একাধিক ক্ষেত্রে যাতায়াতের সময়ে অনেক রকমের সুবিধা পান। তবে সেই সুবিধাগুলি কখনওই বিচারকদের অধিকার হতে পারে না, মন্তব্য বিচারপতি চন্দ্রচূড়ের।
সম্প্রতি এক বিচারক দূরপাল্লার ট্রেনে যাত্রা করার সময়ে খাবার সংক্রান্ত কিছু অসুবিধার সম্মুখীন হন। সেই বিষয়ে রেল কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত দাবি করার জন্য তিনি আদালতের রেজিস্টারকে আবেদন জানান।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই প্রসঙ্গে মন্তব্য করেন, "প্রটোকল বা বিশেষ সুবিধাগুলি বিচারকদের পদমর্যাদার প্রতি সম্মান জানিয়ে নির্ধারিত করা হয়। কিন্তু সেগুলি যেন বিচারকরা তাঁদের প্রাপ্য না ভেবে বসেন। তাঁরা যদি নিজেদের ক্ষমতা বা কর্তৃত্ব এমন ভাবে প্রকাশ করেন যাতে সাধারণ নাগরিকদের থেকে তাঁদের আলাদা মনে হয়, তাহলে বিচারবিভাগের প্রতি সাধারণ মানুষ শ্রদ্ধা বা আস্থা হারাবেন।"
বিচারকদের এমন আচরণের ফলে বিচারব্যবস্থাই সমালোচিত হতে পারে বলে মনে করেন প্রধান বিচারপতি। পাশাপাশি, বিচারকদের ব্যবহার বিধি নিয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন, দরকারে তাঁদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে, বলে মন্তব্য করে প্রধান বিচারপতি তাঁর নোটে লেখেন। রেলওয়ের কর্মীদের শৃঙ্খলারক্ষা করার বিষয়ে হাইকোর্টের কোনও এক্তিয়ার নেই। বস্তুত কড়া ভাষায় এক শ্রেনীর বিচারকদের সমালোচনা করেন ডিওয়াই চন্দ্রচূড়, মত আইনজ্ঞদের।