ভারতের সংসদে বাদল অধিবেশন শুরুর আগে সৌজন্য বিনিময় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মোদীর

ভারতের সংসদে বাদল অধিবেশন শুরুর আগে সৌজন্য বিনিময় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মোদীর

বৃহস্পতিবার ২০ জুলাই থেকে ভারতের সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। এই অধিবেশনে মণিপুর ইস্যু নিয়ে মোদী সরকার ও বিরোধীদের মধ্যে যে চাপানউতোর চলবে, তা বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করেছিলেন। কিন্তু অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদ কক্ষে দেখা গেল অন্য চিত্র। সংসদে ঢুকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে যান কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধীর দিকে।

কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী মোদী। গত মঙ্গলবার ১৮ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী দলের বৈঠকে যোগ দিয়েছিলেন সনিয়া গান্ধী-রাহুল গান্ধী। সেই বৈঠক সেরে ফেরার পথে ভোপালে জরুরি অবতরণ করে সনিয়াদের বিমান। বেশ কিছুক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করার পর দিল্লি ফেরেন সনিয়া ও রাহুল।

সেই বিমানের মধ্যে মায়ের একটি ছবি পোস্ট করেছিলেন রাহুল গান্ধী। সেখানে দেখা গেছিল, অক্সিজেন মাস্ক পরা অবস্থায় বিমানে বসে আছেন সনিয়া। অনেকেই সেই ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন। যদিও রাহুল সেই পোস্টে জানিয়েছিলেন, চাপের মুখে পড়লেও তাঁর মায়ের (পড়ুন সনিয়া গান্ধী) চোখে মুখে কোনও চিন্তার ছাপ ছিল না। বরং তাঁর মায়ের মধ্যে সাহস ও শক্তির ছাপ খুঁজে পেয়েছেন।

রাজনৈতিক মহলের বক্তব্য, বৃহস্পতিবার বাদল অধিবেশন শুরুর আগে রাজনৈতিক সৌজন্যের ছবি দেখা গেল সংসদে। সনিয়া গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর রাজনৈতিক মতাদর্শের পার্থক্য রয়েছে ঠিকই। সংসদেও মোদী সরকারকে কংগ্রেস-সহ বিরোধীদের একাধিক প্রশ্নের মুখেও পড়তে হবে। কিন্তু অধিবেশনের শুরুতেই সৌজন্যের খাতিরে সনিয়া গান্ধীর স্বাস্থ্যের খবরাখবর নিলেন মোদী। প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তরে সনিয়া জানিয়েছেন যে, তিনি ভাল আছেন।