বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে সিএনজি অটোরিকশার চালক ও মাইক্রোবাসচালকও রয়েছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর এলাকায় ভোলাগঞ্জগামী মাইক্রোবাসের চাকা ফেটে সিলেটগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি যানবাহনই সড়কের পাশের খালে পড়ে যায়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, ৬ জন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আর ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। হাসপাতালে ১ জন মারা গেছেন।
নিহত ৭ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. কালন মিয়া (৩৫), একই উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে মাওলানা কাজী আমির উদ্দিন (৪২), ঢাকার রায়ের বাজার এলাকার মাইক্রোবাসচালক আবু তাহের (৪৫) ও কোম্পানীগঞ্জের উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মো. ইদ্রিস আলী (৪০)। নিহত বাকি ৩ জনের পরিচয় না পাওয়া গেলেও জানা গেছে, তাদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায়।
ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
ফরিদপুর একটি দ্রুতগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বুধবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের কানাইপুর আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শহরের বদরপুরের মোহাম্মদ আলীর ছেলে মিরাজ হোসেন (২২) এবং বোয়ালমারীর সাগর (২৫)। সাগরের বিস্তারিত পরিচয় জানা যায়নি। সে একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাগেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুর অভিমুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক মিরাজ নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী সাগরকে আহতবস্থায় উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।