উত্তর ভারত থেকে এবার পশ্চিম ভারত। উত্তরের হিমাচল প্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাবের পর এবার গুজরাত। মঙ্গলবার ১৮ জুলাই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজ্যটিতে। আর সেই কারণেই রাতারাতি বানভাসি গুজরাতের সোমনাথ, গির, সুরাত এবং রাজকোটের একাধিক এলাকা।
সংবাদ সূত্রের খবর, আকস্মিক বন্যার জেরে জলের তলায় চলে গেছে এই এলাকাগুলির রাস্তাঘাট, বাড়ি, দোকান।
পার্ক করে রাখা গাড়ি কোথাও কোথাও প্রায় পুরোটাই ডুবে গেছে জলে। সোশ্যাল মিডিয়ায় সেসব দৃশ্যের ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই।
স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার অনুসারে, গির সোমনাথ জেলার সুত্রপাদা তালুকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে মাত্র ১৪ ঘণ্টায় ৩৪৫ মিমি এবং রাজকোট জেলার ধোরাজি তালুকে ২৫০ মিমি বৃষ্টিপাত হয়েছে বলে সূত্রের খবর, যার মধ্যে ১৪৫ মিমি বৃষ্টি হয়েছে মাত্র ২ ঘণ্টায়। সুরাত এবং জুনাগড়ের কিছু অংশেও ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে।