পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। ট্রান্সফর্মার বিস্ফোরণের কারণে অলকানন্দা নদীর উপর একটি সেতুর রেলিং বিদ্যুতের সংস্পর্শে এসেছিল। সেই সেতুতেই ছিলেন অনেকে। বিদ্যুৎবাহী রেলিংয়ে ছোঁয়া লাগতেই তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের।
কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় এই ভয়াবহ দুর্ঘটনা। তবে তদন্তের পর বিষয়টি বিস্তারিত ভাবে জানা যাবে। এই প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি বলেছেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে। অনেকেই মারা গিয়েছেন বলে খবর আসছে। আবার বহু মানুষ গুরুতর জখম হয়েছেন। আহতদের হেলিকপ্টারে করে ঋষিকেশ এইমসে পাঠানো হচ্ছে।’’