মোদী পদবিধারীদের মানহানি সংক্রান্ত মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদন নিয়ে আগামী শুক্রবার, ২১ জুলাই শুনানি হবে ভারতের শীর্ষ আদালত, সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছেন।
গত সপ্তাহে রাহুলের হয়ে তাঁর আইনজীবী কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি সুপ্রিম কোর্টে গুজরাত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেন।
মঙ্গলবার ১৮ জুলাই প্রধান বিচারপতির এজলাসে মামলার প্রসঙ্গ উত্থাপন করে সিঙ্ঘভি আর্জি জানান, শুক্রবার ২১ জুলাই অথবা আগামী সোমবার ২৪ জুলাই রাহুলের আর্জি শোনা হোক। প্রধান বিচারপতি শুক্রবারই মামলা শোনা হবে বলে জানান। তবে কোন বিচারপতি মামলা শুনবেন তা তিনি স্পষ্ট করেননি।
গত সপ্তাহেই গুজরাত হাইকোর্ট রাহুল গান্ধীর আর্জি খারিজ করে দেয়। তার আগে গুজরাতের সুরাতের নিম্ন এবং জেলা আদালত কংগ্রেস নেতার আর্জি খারিজ করে দিয়েছিল।
উল্লেখ্য, গত ২৩ মার্চ সুরাতের নিম্ন আদালত মোদী পদবিধারীদের মানহানির মামলায় রাহুল গান্ধীকে দু’ বছর কারাবাসের সাজা দিয়েছে। সেই সাজার জেরে কংগ্রেস নেতার সাংসদ পদও খারিজ হয়ে গিয়েছে।
সুপ্রিম কোর্টে রাহুলের তরফে পেশ করা আর্জিতে বলা হয়েছে, তিনি আদপেই গোটা মোদী পদবিধারীদের অবমাননা করেননি। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই শুধু নিশানা করেছিলেন। প্রসঙ্গত, ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকের একটি সভায় রাহুল প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নীরব মোদী, ললিত মোদীদের নাম করে বলেছিলেন "বলতে পারেন, সব চোরেদের পদবি কেন মোদী?" রাহুল তখন রাফাল বিমান কেনা নিয়ে ঘুষের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী সম্পর্কে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানও তুলেছিলেন।
এরপরই গুজরাতের মোদী পদবিধারী এক বিজেপি নেতা রাহুলের বিরুদ্ধে সুরাত আদালতে মানহানির মামলা করেন। একই মামলা দায়ের হয়েছে পাটনার একটি আদালতে। সেখানে বিহারের বিজেপি নেতা সুশীল মোদী মানহানির মামলা করেছেন কংগ্রেস নেতার বিরুদ্ধে।