সবচেয়ে জোরালো শট মেরে ব্যাডমিন্টনে সার্ভিসে বিশ্বরেকর্ড গড়লেন সাত্ত্বিক সাইরাজ

সবচেয়ে জোরালো শট মেরে ব্যাডমিন্টনে সার্ভিসে বিশ্বরেকর্ড গড়লেন সাত্ত্বিক সাইরাজ

পেশাদার ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সবচেয়ে জোরে শট মেরে ইতিহাস গড়লেন ভারতের সাত্ত্বিক সাইরাজ। নাম তুললেন গিনেস বুক অব রেকর্ডসেও। তাঁর এই শটের জোর ছিল ৫৬৫ কিমি প্রতি ঘণ্টায়।

চলতি কোরিয়া ওপেনে নিজের ডাবলস ম্যাচ চলাকালীনই এই বিশ্বরেকর্ড গড়া শটটি মারেন সাত্ত্বিক সাইরাজ।

এতদিন পর্যন্ত মালয়েশিয়ান শাটলার ট্যান বুন-এর ৪৯৩ কিমি প্রতি ঘণ্টায় মারা শটই সবচেয়ে জোরালো শট ছিল। সেটি ছাপিয়ে গেলেন ভারতের হায়দরাবাদের এই তারকা ব্যাডমিন্টন খেলোয়াড়।

ফর্মুলা ওয়ান গাড়ির সর্বোচ্চ গতি ৩৭২.৬ কিমি প্রতি ঘণ্টা। সেই গতি টপকে গেলেন সাত্ত্বিক। সম্প্রতি কানাডা ওপেনে পুরুষদের সিঙ্গলসে দ্রুততম শট মারেন ভারতের নামী শাটলার লক্ষ্য সেন। তিনি ৪২০ কিমি প্রতি ঘণ্টা বেগে নিজের শট মেরেছিলেন। মহিলাদের দ্রুততম শট মারার কৃতিত্ব রয়েছে ট্যান পার্লি-র দখলে। তিনি ৪৩৮ কিমি প্রতি ঘণ্টায় শট মেরেছিলেন।

কোরিয়া ওপেনে প্রথম রাউন্ডে জয় অর্জন করেছেন ভারতীয় তারকা শাটলার জুটি সাত্ত্বিক ও চিরাগ শেট্টি। তাইল্যান্ডের জুটিকে হারিয়ে চমক দেখিয়েছেন তাঁরা। সাত্ত্বিক-চিরাগ জুটি বিশ্বচ্যাম্পিয়নদের ২১-১৭, ২১-১৮ স্কোরলাইনে হারান।