বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। ভারতের গুজরাটে, জি-২০ অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সম্মেলনের ফাঁকে তারা এই বৈঠক করেন।
বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ জুলাই) বাংলাদেশের অর্থমন্ত্রী, দ্বিপক্ষীয় ব্যবসায়িক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।
জি-২০ জোটের সদস্য না হয়েও বাংলাদেশকে অতিথি দেশের মর্যাদা দেয়া হয়েছে। বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক দেশ ভারত। অর্থমন্ত্রী কামাল জি-২০ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।