বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশব্যাপী পদযাত্রা কর্মসূচিকে ‘পরাজয়ের দিকে অগ্রযাত্রা’ বলে অভিহিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি)-এর সামনে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “মির্জা ফখরুল আজকের বিএনপির মিছিল-কে বিজয় মিছিল বলেছেন। কিসের বিজয়? তাদের পদযাত্রা ছিলো প্রকৃতপক্ষে পরাজয়ের দিকে অগ্রযাত্রা, পতনের যাত্রা।” তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন (প্রতিনিধিদল) থেকে বিএনপি কী পেয়েছে? তারা কি তত্ত্বাবধায়ক সরকার পেয়েছে? নাকি শেখ হাসিনার পদত্যাগ? নাকি সরকারের পদত্যাগ? বিএনপি কিছুই পায়নি।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, “বিএনপি ভেবেছিলো যে তারা আমেরিকার কাছ থেকে তত্ত্বাবধায়ক সরকার পাবে এবং আমেরিকা আমাদেরকে, তাদের সঙ্গে সংলাপ করতে বলবে। আমেরিকানরা এসেছেন এবং চলে গেছেন। কী পেল বিএনপি? তারা বিশ্রাম পায়নি।”
ওবায়দুল কাদের বলেন, “বিশ্বের অন্যান্য গণতন্ত্রের মতোই নির্বাচনকালীন সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা তার দায়িত্ব পালন করবেন। কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। সংসদ ভেঙে দেয়া হবে না এবং শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নই আসে না।”
বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর প্রতি সংবিধান মেনে চলার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের। বলেন, “আওয়ামী লীগ কারো কাছে মাথা নত করে না। আমাদের এক দফা বাংলাদেশের সংবিধান। সংবিধানে যা লেখা আছে আমরা তা প্রয়োগ করবো। সে ভাবে নির্বাচন হবে। আপনারা যাই করুন না কেন, আমরা এর থেকে এক ইঞ্চিও দূরে সরবো না।”
ওবায়দুল কাদেরের বক্তব্যের পর বিকেল ৪টায় আইইবি এলাকা থেকে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন মিছিল’ কর্মসূচি শুরু হয়। সরকারের পদত্যাগের দাবিতে, বিএনপির এক দফা আন্দোলনের প্রতিক্রিয়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এই র্যালি শাহবাগ, কাটাবন, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান হয়ে সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।