বাংলাদেশের সিলেট নগরীর রেজিস্টারি মাঠে ২১ জুলাই সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৫ জুলাই) দুপুরে, জামায়াতে ইসলামী-এর সিলেট মহানগর শাখার আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন যে সিলেট মহানগর জামায়াতের ১০ দফা দাবি নিয়ে শনিবার (১৫ জুলাই) সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশ করার কথা থাকলেও, পুলিশের অনুমতি না পাওয়ায় তা করা যায়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিলেট দক্ষিণ জেলা শাখার আমীর অধ্যাপক আব্দুল হান্নান, উত্তর জেলা শাখার আমীর হাফেজ আনোয়ার হোসেন খান ও মহানগর শাখার নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ।