ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতন: ৫ জনকে এক বছরের জন্য বহিষ্কার

বাংলাদেশের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বাংলাদেশের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে নির্যাতন ও লাঞ্ছনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার (১৫ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার এক নেত্রী-সহ পাঁচজনকে এক বছরের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বরখাস্ত হওয়া শিক্ষার্থীরা হলেন; বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মিম ও ফাইন আর্টস বিভাগের শিক্ষার্থী হালিমা খাতুন ঊর্মি।

বৈঠকে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর এম মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর এম আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর এম শাহাদাত হোসেন আজাদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান উপস্থিত ছিলেন। প্রক্টর অধ্যাপক এম শাহাদাত হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অন্তরা ও তার চার সহযোগীকে এক বছরের জন্য ক্যাম্পাস থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী গত ১২ ফেব্রুয়ারি কুষ্টিয়া ক্যাম্পাসের দেশরত্ন শেখ হাসিনা হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের হাতে নির্যাতন ও অপমানিত হওয়ার অভিযোগ করেন।

ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে গত ১৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি তদন্ত কমিটি গত ২৬ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়। গত ২৭ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসন অভিযুক্তদের বহিষ্কার করে।