পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে একটানা অতি ভারি ও ভারি বৃষ্টি, দক্ষিণবঙ্গে দেখা নেই বৃষ্টির

কলকাতায় বৃষ্টির মধ্যে হাঁটছে মানুষ।

উত্তর ভারত প্রবল বৃষ্টি আর ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। সারা দেশেই চলতি বর্ষার মরশুমে কম-বেশি বৃষ্টি হচ্ছে। কিন্তু প্রাক বর্ষাতেও পশ্চিমবঙ্গের দক্ষিণে বৃষ্টির দেখা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি থামছেই না। বুধবার ১২ জুলাই-ও উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি হয়েছে। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হয়েছে। আপাতত ১৫ তারিখ পর্যন্ত উত্তরে বৃষ্টি চলবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তরের জেলাগুলিতে ১৩ তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টি চলবে। তারপরেও শনিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। তারপর থেকে খানিকটা কমবে বৃষ্টিপাতের পরিমাণ। দার্জিলিং এবং কালিম্পঙয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উত্তরের অন্যান্য জেলাগুলো, যেমন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে।

তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ১৪ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং ১৫ তারিখ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য নেই। সেই সঙ্গে তাপমাত্রারও বিশেষ কোনও পরিবর্তন নেই এই মুহূর্তে। আপেক্ষিক আর্দ্রতার কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরমও থাকবে।

বুধবার সারা দিনই কলকাতায় কখনও মেঘ কখনও রোদ্দুর। এদিন ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার দুপুরে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৮৫%।