পূর্ব ভারতের ওড়িশার বালেশ্বর ট্রেন দুর্ঘটনার তদন্তে রেলকর্মীদের সজাগ না থাকার অভিযোগ, সাত আধিকারিক বরখাস্ত

পূর্ব ভারতের ওড়িশার বালেশ্বর ট্রেন দুর্ঘটনার তদন্তে রেলকর্মীদের সজাগ না থাকার অভিযোগ, সাত আধিকারিক বরখাস্ত।

গত ২ জুন পূর্ব ভারতের ওড়িশার বালেশ্বরে বাহানাগা বাজারের কাছে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। গত দু’দশকে এমন ভয়াবহতার সাক্ষী থাকেনি ভারত। সংবাদ সূত্রে জানা গিয়েছে, নতুন করে যে চারজন রেলকর্মীকে সাসপেন্ড করা হয়েছে তাঁদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। এই চারজনের মধ্যে রয়েছেন একজন স্টেশন মাস্টার যিনি ঘটনার দিন ছিলেন ডিউটিতে। এছাড়াও রয়েছেন বালাসোরের ট্র্যাফিক ইন্সপেক্টর, সিগনাল টেকনিশিয়ান এবং অ্যাসিসট্যান্ট ডিভিশনাল সিগনাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার।

বালেশ্বর ট্রেন দুর্ঘটনার তদন্তে এখন একের পর এক নতুন তথ্য উঠে আসছে। আরও চার রেলকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। মোট সাতজন রেল কর্মীকে এই নিয়ে বরখাস্ত করা হল। তদন্তকারীরা বলছেন, ঘটনার দিন সজাগ ছিলেন না এই রেলকর্মীরা। সেই অভিযোগেই বরখাস্ত করা হয়েছে তাঁদের।

ট্রেন দুর্ঘটনায় তিন আধিকারিককে গ্রেফতারও করা হয়েছে। সূত্রের খবর, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মোহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমারকে গ্রেফতার করেছে সিবিআই। এই তিনজনকে আগেই আটক করে জেরা করা হচ্ছিল।

গত ২ জুন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয় বালেশ্বরের বাহানাগা এলাকায়। চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ল্যুপ লাইনে ঢুকে একটি মালগাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনাগ্রস্ত হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। দুর্ঘটনার অভিঘাতে একটি মালগাড়ির কামরার উপর উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে।