ভারতের নয়া দিল্লিতে জিএসটি পরিষদের বৈঠক: ক্যান্সার সহ দুরারোগ্য ব্যধির ওষুধের দাম কমছে

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

মঙ্গলবার ১১ জুলাই ভারতের রাজধানী নয়া দিল্লিতে জিএসটি পরিষদের বৈঠক হয়। সেই বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, ক্যানসার, দূরারোগ্য ব্যধির ওষুধ এবং বিশেষ ধরনের চিকিৎসার জন্য খাবারের উপর জিএসটি আর থাকছে না। অর্থাৎ এই সব পণ্য এবার অনেকটাই সস্তা হবে।

সেই সঙ্গে জিএসটি পরিষদ আরও চারটি পণ্যের উপর পণ্য পরিষেবা কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তা হল, রান্না না করা বা না ভাজা খাবার। এর আওতায় আসবে 'রেডি টু কুক' খাবার। আগে এই সব খাবারের উপর ১৮ শতাংশ হারে পণ্য পরিষেবা কর ধার্য করা হত। তা কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে।

এছাড়া ইমিটেশন জরি তথা নকল জরির উপর পণ্য পরিষেবা কর বর্তমানের ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

সিনেমা হলের মধ্যে যে খাবার বিক্রি হয় তাতে এখন ১৮ শতাংশ হারে জিএসটি আদায় করা হয়। কিন্তু সেই খাবারের উপর পণ্য পরিষেবা কর কমিয়ে এখন ৫ শতাংশ করা হচ্ছে। পরিষদের মতে, সিনেমা হলের মধ্যে খাবার যদি রেস্তোরাঁর মতো বিক্রি হয়, তাহলে রেস্তোরাঁর মতই জিএসটি নেওয়া উচিত। সিনেমার টিকিটের মূল্যের সঙ্গে যদি খাবারের দাম ধরা থাকে তবে এখনকার মতই ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হবে।

তবে জিএসটি পরিষদ এবার অনলাইন গেমের উপর করের চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। ঠিক হয়েছে, অনলাইন গেমিং, ক্যাসিনো, ঘোড় দৌড়ের উপর ২৮ শতাংশ হারে পণ্য পরিষেবা কর ধার্য করা হবে।