একটানা প্রবল বৃষ্টিতে জলস্তর বিপদসীমা ছাড়িয়েছে যমুনা নদীর, ভারতের রাজধানী দিল্লিতে বন্যার সতর্কতা

একটানা প্রবল বৃষ্টিতে জলস্তর বিপদসীমা ছাড়িয়েছে যমুনা নদীর, ভারতের রাজধানী দিল্লিতে বন্যার সতর্কতা

উত্তর ভারতে প্রবল বর্ষায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী দিল্লিতে। একটানা বৃষ্টিতে ফুঁসছে যমুনা নদী। হরিয়ানায় হাতনিকুণ্ড বাঁধ থেকে আরও জল ছাড়ার কারণে জলস্তর বেড়েই চলেছে।

সোমবার ১০ জুলাই সন্ধেবেলাতেই যমুনার জলস্তর ২০৫.৩৩ মিটার ছুঁয়ে বিপদসীমা পেরিয়েছে। মঙ্গলবার ১১ জুলাই সকালে তা আরও বেড়ে ২০৬.২৪ মিটার ছুঁয়েছে। জলস্তর আর সামান্য বাড়লেই দিল্লির অধিকাংশ এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

১৯৮২ সালের জুলাই মাসের পর এই প্রথম এমন নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে দিল্লিতে। মৌসম ভবন জানিয়েছে, গত ৪১ বছরের রেকর্ড ভেঙেছে দিল্লির বৃষ্টি। প্রবল বর্ষণের জেরে একাধিক বাড়ি ভেঙে পড়েছে। মৃত্যুর ঘটনাও ঘটেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী বলেছেন, এমন টানা বৃষ্টি হতে থাকলে যমুনার আশপাশে বন্যা পরিস্থিতি তৈরি হবে। তবে রাজ্যের বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি আছে বলেই জানিয়েছেন তিনি।

দিল্লি সরকারের তরফে ১৬টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যমুনার জলের স্তর কতটা বেড়েছে তার উপরেও নজর রাখছে দিল্লি সরকার। দিল্লি ও লাগোয়া এলাকায় জল জমা রুখতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যমুনার জল বিপদসীমা অতিক্রম করলেই স্থানীয়দের নিরাপদে স্থানে নিয়ে যাওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

গত শনিবার থেকে দিল্লিতে ভারী বৃষ্টি শুরু হয়। রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় দেড়শো মিলিমিটারের বেশি। গতকালের মতো এদিনও দিল্লির সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলি এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না বলে জানিয়েছে ভারতের মৌসম ভবন। আগামী দুই দিন দিল্লি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান ও উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরেও। জারি করা হয়েছে সতর্কতাও।