সরকার পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করছে: অভিযোগ মির্জা ফখরুলের

বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার, ৮ জুলাই, ২০২৩।

বাংলাদেশ সরকার পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৮ জুলাই) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “সরকার বিরোধীদের দমন করতে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করছে। বিরোধী দলের নেতাদের স্মার্টফোন হ্যাক করছে।” আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, বিরোধী দলগুলোর অংশগ্রহণ ছাড়াই পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে, বাংলাদেশকে সম্পূর্ণরূপে বিরাজনীতিকরণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আপনার পকেটে থাকা টেলিফোন (সেলফোন) এখন আপনার সবচেয়ে বড় শত্রু।” তিনি অভিযোগ করেন, “সরকার পেগাসাস স্পাইওয়্যার দিয়ে এখন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করছে।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বলেন, “ক্ষমতাসীন দল এখন বিরোধী দলকে দমন করতে এবং ভিন্নমত দমন করতে বিরোধী দলের নেতাদের টেলিফোন হ্যাক করছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে ঘটতে পারে না...আমার গোপনীয়তা, রাজনীতি ও গণতন্ত্র আমার অধিকার। গণতন্ত্র অনুযায়ী সরকার চাইলেই আমার সব অধিকার কেড়ে নিতে পারে না।”