বাংলাদেশে তিনটি সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ১৫ জনের প্রাণহানি

বাংলাদেশে তিনটি সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ১৫ জনের প্রাণহানি।

বাংলাদেশের যশোর, সিলেট ও গোবিন্দগঞ্জ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ ১৫ জন নিহত হয়েছেন। সবকটি দূঘটনা ঘটেছে রাতের বেলায়। এর মধ্যে, একটি ছাড়া, বাকি দুর্ঘটনাগুলো ঘটেছে দ্রুতগামী যান ও ব্যাটারি চালিত ধীরগতির ছোট যানবাহনের মধ্যে সংঘর্ষের কারণে।

যশোরে নিহত ৭ জন

বাংলাদেশের যশোরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ৭ জন নিহত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে যশোর সদর উপজেলার লেবুতলায়, যশোর-মাগুরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন; তিন বছরের যমজ ভাই হাসান ও হোসেন, তাদের বোন খাদিজা (৭), মা সুফিয়া খাতুন (৩৮) ও বাঘারপাড়া এলাকার যাদবপুরের বাসিন্দা নানী ফাহিমা খাতুন (৬২), যশোর সদরের সুলতানপুরের ইজিবাইক চালক ইমরান(২৬)। তবে নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানায়, যশোর সদর উপজেলার লেবুতলা বাজারে রয়েল পরিবহনের একটি মাগুরাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে যশোরগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে, ঘটনাস্থলেই তিন জন নিহত ও পাঁচজন আহত হয়।

পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরো চারজনের মৃত্যু হয়। নিহত ও আহতরা সবাই ইজিবাইকের যাত্রী।পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, “যশোর সদর উপজেলার লেবুতলায় সড়ক দুর্ঘটনায় মোট সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচ সদস্য রয়েছে।” তিনি আরো বলেন, “পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বাসের চালককে আটক করেছে।”

সিলেটে নিহত ৫ জন

বাংলাদেশের সিলেটে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) রাত ১০ টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায়, সিলেট-তামাবিল সড়কে এই দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানায়, রাত ১০টার দিকে সিলেট থেকে জাফলংগামী একটি বাস সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় পৌঁছালে, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি থ্রি হুইলারের (স্থানীয় নাম টমটম) সঙ্গে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায়, ঘটনাস্থলেই পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। নিহতরা সকলেই টমটমের যাত্রী ছিলেন।

জৈন্তাপুর ও বটেশ্বর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় খাদে পড়ে যাওয়া বাসটিকে উদ্ধার করে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক নিহত ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করেছেন।

গোবিন্দগঞ্জে ৩ জন নিহত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া হাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন; গাইবান্ধার সাদুল্লাপুরের বাসিন্দা জহিরুল হক, ঝরনা পারভিন ও নাজমুল হক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর জানায়, রংপুরমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাসের একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর দু’জন মারা যান হাসপাতালে নেয়ার পথে। এ সময় মহাসড়কের দুই পাশের যানজট সৃষ্টি হলে, স্থানীয় লোকজানের সহায়তায় পুলিশ ও ফায়ার সাভির্স কর্মীরা হতাহতদের গোবিন্দগঞ্জ, বগুড়া ও স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ““নিহতদের নাম পরিচয় মিলেছে। তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে।”