মাতারবাড়ি প্রকল্পের বিশুদ্ধ পানি কৃষকদের ব্যবহার করতে দিন: জাইকার প্রতি শেখ হাসিনা

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি জাতীয় সংসদ ভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩।

বাংলাদেশের কক্সবাজার জেলার মাতারবাড়ির প্রকল্পে বিশুদ্ধ করা সাগরের পানি অপচয় না করে, স্থানীয় কৃষকদের ব্যবহারের অনুমতি দিতে, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকা-এর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি জাতীয় সংসদ ভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

নজরুল ইসলাম জানান যে শেখ হাসিনা বলেছেন, “এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকরা আরো বেশি লাভবান হতে পারবেন।” এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআইডিআই) এর কথা উল্লেখ করেন এবং এ লক্ষ্যে একটি কর্তৃপক্ষ গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইপিজেড সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “বিনিয়োগকারীরা যাতে কোনো ঝামেলায় না পড়েন, সেজন্য সেখানে ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট স্থাপন করা হবে।” জাইকার উদ্যোগে, রাজধানী ঢাকার শাহবাগে শিশু গ্রন্থাগার নির্মাণ করা হবে বলে জানান শেখ হাসিনা।

নজরুল ইসলাম জানান, জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি মাতারবাড়ী, আড়াইহাজার ইপিজেড এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ তিনটি মেগা প্রকল্প পরিদর্শন করেছেন।

প্রকল্পের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ইয়ামাদা জুনিচি বলেন, “গভীর সমুদ্রবন্দরে প্রবেশের সড়ক এই বছরের শেষের দিকে খুলে দেয়া হবে। এছাড়া মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট প্রকল্পের ৯৫ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হওয়ায়, আগামী বছরের শুরুতে এটি চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।