নিজের ভবিষ্যৎ নিয়ে রহস্যের আভাস জিইয়ে রাখলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী শনিবার ৮ জুলাই ৫১তম জন্মদিন কলকাতাতেই কাটাবেন 'মহারাজ'। বৃহস্পতিবার ৬ জুলাই তিনি একটি ট্যুইট করেছেন এই বলে যে, "৮ জুলাই আমার জন্মদিনে বিশেষ একটি ঘোষণা করতে চলেছি। পাশে থাকুন।"
এই ট্যুইট ঘিরে গুঞ্জন শুরু হয়েছে। কারণ সৌরভের সঙ্গে রাজনীতির যোগ রয়েছে, এই নিয়ে বহুদিন ধরে ক্রিকেট ও রাজনীতির মহল দু'পক্ষেই জল্পনা চলছে। তিনি, আপামর বাঙালীর 'দাদা' অবশ্য এখনও পর্যন্ত কিছুই স্পষ্ট বলেননি। সম্প্রতি তিনি রাজভবনে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ সেরে এসেছেন। সেই বৈঠক নিয়ে প্রকাশ্যে তিনি মুখ খোলেননি।
পর্যবেক্ষক মহল মনে করছে, সৌরভ হয়তো কলকাতার শেরিফ হতে পারেন। মহারাজের মুকুটে নানা মুকুট রয়েছে, কিন্তু তিনি শেরিফ হননি। তাই সম্ভবত আগে থেকেই রাজ্যপালের সঙ্গে দেখা করে ওই বিষয়টি পাকা করেছেন।
পাশাপাশি তিনি কি রাজনীতিতে নামবেন? বিশেষজ্ঞদের মতে এই নিয়ে সংশয় রয়েছে, আবার আগামী দিনে আইসিসি সভাপতি হতে গেলে কেন্দ্রে বিজেপি সরকারের সমর্থন প্রয়োজন হতে পারে, সেই কারণে তিনি বিজেপি-র হয়ে প্রচারে নামার কৌশলও নিতে পারেন।
এর আগে সৌরভ একইভাবে এমনই ট্যুইট করে জল্পনা বাড়িয়েছিলেন। পরে দেখা যায়, তিনি একটি বহুজাতিক সংস্থার বিপননী দূত হিসেবে হাজির হয়েছেন। এবার কী রহস্য উদঘাটন হয়ে তাই নিয়ে আপাতত উত্তেজিত সৌরভ অনুরাগীরা।