ক্যাডেট কলেজের শিক্ষার্থীপ্রতি সরকারের ব্যয় বছরে ৫ লাখ টাকার বেশি—জানালেন শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি

বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের জন্য মাথাপিছু সরকারের বার্ষিক ব্যয় হয় ৫ লাখ ৩৪ হাজার টাকা। তবে বাজেট ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা এবং শিক্ষা ব্যবস্থাপনায় সুশাসন, ন্যায়বিচার ও জবাবদিহিতা বৃদ্ধির কারণে সরকারি, বেসরকারি ও ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের বার্ষিক মাথাপিছু ব্যয়ের ব্যবধান ক্রমশ কমছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য মোজাফফর হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

দীপু মনি বলেন, গত অর্থবছরে ক্যাডেট কলেজগুলোর জন্য সরকারি বরাদ্দ ছিল ১৯৭ কোটি ৫৯ লাখ টাকা। বর্তমানে ৩ হাজার ৭০০ শিক্ষার্থী ক্যাডেট কলেজে পড়াশোনা করছে। সে অনুযায়ী ক্যাডেট কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাথাপিছু বার্ষিক সরকারি ব্যয় ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা।

দীপু মনি বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা ব্যয়ের বরাদ্দ সমন্বিতভাবে করা হয়, তাই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাব্যয় আলাদাভাবে দেখানো হয় না।

তাঁর তথ্য অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীপ্রতি সরকারের বার্ষিক ব্যয় ৫০ হাজার ৫১২ টাকা।

২০২১-২২ অর্থবছরে ৩৩ লাখ ১৪ হাজার শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ১৬ হাজার ১৬৭ কোটি টাকা। পোস্ট সেকেন্ডারি নন টারশিয়ারি স্তরে ৩ লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর বিপরীতে সরকারি বরাদ্দ ছিল ৭০৭ কোটি টাকা। এ স্তরে প্রতি শিক্ষার্থীর পেছনে বার্ষিক খরচ ২০ হাজার ৪৮৯ টাকা।