বাংলাদেশের নাগরিক যারা গ্রিসে যেতে ইচ্ছুক তাদের জন্য দেশটি ঢাকায় ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে। গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে সকল ভিসা ক্যাটাগরির আবেদন গ্রহণের জন্য ঢাকায় এই ডেডিকেটেড সেন্টার চালু করেছে। এই সেন্টারে ভ্রমণ, কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবর (নোম্যাড) সহ সব ধরনের ভিসা ক্যাটাগরি ভিসার জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন। সেন্টারটি চালু হওয়ায় গ্রিসে যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসার আবেদন জমা দিতে এখন থেকে আর ভারতের রাজধানী দিল্লি যেতে হবে না।
ভিএফএস গ্লোবালের চিফ অপারেটিং অফিসার (দক্ষিণ এশিয়া) প্রবুদ্ধ সেন বলেন, “যারা কাজ, শিক্ষা, ব্যবসা ও অবসর সময় কাটানোর জন্য গ্রিস ভ্রমণে আগ্রহী, নতুন কেন্দ্রটি বাংলাদেশের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করবে। এই উন্নয়ন জিভিডব্লিউসির সঙ্গে আমাদের বিশ্বস্ত অংশীদারিত্বের আরেকটি অধ্যায়, যার সঙ্গে আমরা ২০১৮ সাল থেকে কাজ করছি”।