উত্তর ভারতে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, এবার উত্তরকাশীর গ্রামে রাস্তা ও একাধিক বাড়িতে ফাটল

উত্তর ভারতে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, এবার উত্তরকাশীর গ্রামে রাস্তা ও একাধিক বাড়িতে ফাটল

উত্তর ভারতের প্রবল বৃষ্টি ক্রমেই ভয়ঙ্কর আকার নিচ্ছে। তার সঙ্গে যোগ হয়েছে উত্তরাখণ্ডের একের পর এক জায়গায় ভূমিক্ষয়ের ঘটনা। এর ফলে অচিরেই ধস নেমে বন্ধ হতে পারে চার ধাম যাওয়ার পথ অথবা বন্যায় ভেসে যেতে পারে একের পর এক গ্রাম।

সোমবার জোশীমঠের একটি মাঠে দেখা গিয়েছিল ৬ ফুটের বিশাল একটি গর্ত। এবার ফাটল দেখা দিল উত্তরকাশীর মাস্তারি গ্রামের একাধিক বাড়িতে এবং রাস্তায়। উত্তরকাশীর এই গ্রামে বহু পরিবারের বাস। জোশীমঠ থেকে ৩০০ কিমি দূরত্বে অবস্থিত এই গ্রাম। প্রবল বৃষ্টিতে মাস্তারি গ্রামের একাধিক বাড়িতে দেখা দিয়েছে ফাটল। সেই সঙ্গে রাস্তার ফাটল দিয়ে প্রবল বেগে গ্রামে ঢুকছে বর্ষার জল।

এই প্রসঙ্গে মাস্তারি গ্রামের প্রধান সত্যনারায়ণ সেমওয়াল বলেন ভূমিক্ষয় এবং ধস এই গ্রামের বহু পুরনো সমস্যা। এর পাশাপাশি শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক বাড়ির দেওয়ালে দেখা দিয়েছে চওড়া ফাটল। স্বাভাবিক ভাবেই এই ফাটল আতঙ্কের সৃষ্টি করছে বাসিন্দাদের মনে। একের পর এক ফাটল দেখা দিলেও এ বিষয়ে প্রশাসন এখনও কোনও রকম পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ গ্রাম প্রধানের।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকেই জোশীমঠে একাধিক বাড়িতে দেখা গিয়েছিল গভীর ফাটল। সেই সময়ও প্রায় ১০০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ আশ্রয়ে। উত্তরকাশীর ক্ষেত্রেও তেমনই ব্যবস্থা নিক প্রশাসন, নাহলে অচিরেই তলিয়ে যেতে পারে একাধিক গ্রাম, দাবি জানাচ্ছেন স্থানীয়রা।