গত অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ৫৫৫৬ কোটি ডলার: ইপিবি

গত অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ৫৫৫৬ কোটি ডলার: ইপিবি।

সদ্য সমাপ্ত অর্থবছরে ( ২০২২-২৩) বাংলাদেশ ৫৫৫৬ কোটি ডলার মূল্যের পণ্য ও পরিষেবা রপ্তানি করেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের রপ্তানি বছরে ৬ দশমিক ৬৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। সোমবার (৩ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানিয়েছে।

২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি ৩৪৭ কোটি ডলার বা ৬ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। আগের বছরের রপ্তানি আয় ছিল ৫২২৮ কোটি ডলার। ২০২২- ২৩ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিলো ৫৮০০ কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ২১ শতাংশ বা ২৪৪ কোটি ডলার কম রপ্তানি আয় হয়েছে ২০২২-২৩ অর্থবছরে।

ইপিবির তথ্য বলছে,, জুন মাসে ৫০৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের জুনের তুলনায় এই রপ্তানি ছিলো ২ দশমিক ৫১ শতাংশ বেশি।

ডলার সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়েছে। আর বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুটি উৎস হচ্ছে প্রবাসী আয় ও পণ্য রপ্তানি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত অর্থবছরে উভয় উৎস থেকে বৈদেশিক মুদ্রার প্রবাহ কিছুটা কমে যায়।

ইপিবির তথ্য মতে, বিদায়ী অর্থবছরে তৈরি পোশাক, প্লাস্টিক পণ্য ও চামড়াবিহীন জুতা রপ্তানি বেড়েছে।অন্যদিকে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল এবং প্রকৌশল পণ্যের রপ্তানি কমেছে।

সদ্য সমাপ্ত অর্থবছরে ৪৬৯৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের তুলনায় ১০ দশমিক ২৭ শতাংশ বেশি। তৈরি পোশাকের পর, দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি পণ্য চামড়া ও চামড়াজাত দ্রব্য। এ সব পণ্য রপ্তানির পরিমাণ ১২২ কোটি ডলার। এ ক্ষেত্রে রপ্তানি কমেছে ২ শতাংশ।